ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে স্ত্রীর যৌতুকের মামলা

Passenger Voice    |    ১০:৫১ এএম, ২০২১-০৮-২৭


ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে স্ত্রীর যৌতুকের মামলা

যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ট্রাফিক সার্জেন্ট ইকবাল হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা দায়ের করেছেন তার স্ত্রী ডা. সোনিয়া সামাদ। 

বৃহস্পতিবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম ফেরদৌস আরার আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পেশকার কফিল উদ্দিন।

তিনি বলেন, আদালত মামলার বাদী ডা. সোনিয়া সামাদের বক্তব্য নিয়েছেন। বাদীর অভিযোগ আমলে নিয়ে চট্টগ্রাম জেলার মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার মহিলাবিষয়ক কর্মকর্তাকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে সার্জেন্ট ইকবাল হোসেন গণমাধ্যমকে বলেন, সোনিয়াকে আমি ১৫ থেকে ২০ দিন আগে তালাক দিয়েছি।  

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি ইকবালের সঙ্গে বিয়ে হয় সোনিয়ার। বিয়ের পর থেকেই স্বামী ইকবাল যৌতুকের জন্য সোনিয়াকে নানাভাবে চাপ দিয়ে ও নির্যাতন করে আসছেন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে ৬ এপ্রিল যৌতুকের এক লাখ টাকা অভিযুক্ত ইকবালকে বুঝিয়ে দেন সোনিয়া।

পরে সোনিয়ার সাভারের পাঁচতলা বাড়ি এবং একটি প্রাইভেটকার লিখে দিতে চাপ দেন তার স্বামী। গত ২৫ জুলাই অভিযুক্ত ইকবাল হোসেন যৌতুকের জন্য স্ত্রী সোনিয়াকে মারধর করেন। 

সোনিয়া সামাদ মিরসরাই উপজেলার জোরারগঞ্জে একটি ক্লিনিকে কর্মরত আছেন বলে জানা গেছে।